সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে দর্শনা প্রেসক্লাবে প্রতিবাদ সভা

কুড়িগ্রামে সাংবাদিক আরিফুল ইসলাম-সহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে দর্শনা প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকার শুক্রবার সকাল ১০টায় দর্শনা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক এর দামুড়হুদা সংবাদাতা মনিরুজ্জামান ধীরু।

এসময় দৈনিক ভোরের কাগজের দামুড়হুদা উপজেলা প্রতিনিধি দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেন বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিক নিযার্তনের ঘটনার তীব্র-নিন্দা প্রতিবাদ জানিয়ে বলেন, আরিফুল ইসলাম এর ওপর নিযার্তন এবং সাংবাদিক শফিকুল ইসলাম কাজল নিখোঁজে ঘটনা অত্যন্ত ন্যাকারজনক ও মর্মহত।
অতিসত্তর শফিকুল ইসলাম কাজলকে উদ্ধার ও সাংবাদিক নিযার্তনকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন। আমি আশাকরি জন-প্রশাসন মন্ত্রনালয় এ বিষয় দ্রুত পদক্ষেপ গ্রহন করবেন।

এছাড়া প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি দৈনিক যুগান্তর ও মাই টিভির সাংবাদিক ইকরামুল হক পিপুল, প্রেসক্লাবের সংগঠনিক সম্পাদক ও ডেইলী বাংলাদেশ পোষ্ট এর উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম, সহ-সম্পাদক (দৈনিক নয়াদিগন্ত) প্রতিনিধি মনিরুজ্জামান সুমন।

অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক হানিফ মন্ডল, এস এম ওসমান, সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, মেহেরপুর প্রতিদিন পত্রিকার আহসান হাবিব মামুন, হারুন অর রশিদ, বাংলা ট্রিবিউন এর সাংবাদিক মেহেদী হাসান, নতুন সময় পত্রিকার মাসুম বিল্লাহ, খবরপত্রের আব্দুর রহমান, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ওয়াসিম রয়েল, সাংবাদিক সুজন ও ফরহাদ হোসেন প্রমুখ।