সাহারবাটিতে বাড়ির আঙ্গিনায় সবজি চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

‘বাড়ির আঙ্গিনায় করলে চাষ, মিলবে টাটকা সবজি বারো মাস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনী উপজেলার সবজি ভান্ডার নামে খ্যাত সাহারবাটিতে বাড়ির আঙ্গিনায় সবজি চাষ প্রশিক্ষণ ‘ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সাহারবাটির চারচারা ফিল্ড পাড়ায় ‘গ্রাম উন্নয়ন দলের’ আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে ১৫ টি দরিদ্র পরিবারের ১৫ জন নারীকে বাড়ির আঙ্গিনায় কিভাবে বৈজ্ঞানিক উপায়ে, সহজভাবে, কীটনাশক মুক্ত, রোগমুক্ত, বিভিন্নরকম রোগ প্রতিরোধে করনীয়, পুষ্টিগুন সম্পন্ন সবজী উৎপাদন ও কম জায়গায় সল্প পরিসরে সবজি উৎপাদন এবং পরবর্তীতে বীজ সংরক্ষণ করা যায় সে ব্যাপারে পরামর্শ দেওয়া হয়।
হাঙ্গার প্রজেক্টের সহসভাপতি ও ভিডিটি নারী নেত্রী স্বপ্না খাতুনের সভাপতিত্বে প্রশিক্ষণ পরিচালনা করেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো: শাহীন রেজা জুয়েল।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহনকারীদের মাঝে সবজী প্লান্ট তৈরির লক্ষ্যে বীজ (মিষ্টি কুমড়া,লাল শাক,কলমি শাক,ঢেড়স,ঝিংগা ও বরবটি ) বিতরণ করা হয়।