সিঙ্গাপুরে নতুন করোনা আক্রান্ত ১০৬ জনের ৪৬ জনই বাংলাদেশি

হু হু করে বাড়ছে করোনার প্রকোপ। প্রতিনিয়তই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়েছে মারণ এই ভাইরাস। সিঙ্গাপুরে এখন পর্যন্ত ১৪শ ৮১ জন করোনায় আক্রান্ত হয়েছে। দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত ১০৬ জনের মধ্যে ৪৬ জনই বাংলাদেশি।

কোভিড-১৯ আক্রান্তদের সর্বশেষ যে হিসাব দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় দিয়েছে, তাতে দেখা গেছে– মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা পর্যন্ত সংকলিত তথ্য অনুযায়ী সেখানে নতুন আক্রান্তের সংখ্যা ১০৬। এর মধ্যে ৪৬ বাংলাদেশি করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

জানা গেছে, আক্রান্তদের মধ্যে বেশিরভাগ বাংলাদেশিই একসঙ্গে একই আবাসিক ভবনে থাকতেন। সিঙ্গাপুরে অভিবাসী শ্রমিকের সংখ্যা ২০ লাখের বেশি। এদের বেশিরভাগই দক্ষিণ এশিয়ার। এরা বেশিরভাগই কাজ করছেন নির্মাণ শিল্পে।

গাদাগাদি করে ছোট ঘরে থাকেন এবং একই টয়লেট ব্যবহার করেন। কোনো কোনো আবাসিক ভবনে অস্বাস্থ্যকর পরিবেশে একটা ঘরে গাদগাদি করে ঘুমান ১২-১৫ জন করে শ্রমিক। মঙ্গলবার থেকে সিঙ্গাপুরে শুরু হয়েছে এক মাসের লকডাউন ঘোষণা করা হয়েছে। সূত্র : আল-জাজিরা।

 

 

 

সুত্র-বাংলাদেশ প্রতিদিন