স্টেডিয়ামে দর্শক হিসেবে রোবট

তাই দেশটির সরকার লকডাউন তুলে নেয়ার পর ১৯ জুন শুরু হয় নিপ্পন প্রফেশনাল বেজবল লিগ টুর্নামেন্ট। কিন্তু ১০ জুলাইয়ের আগে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সুযোগ নেই।

দর্শকদের শূন্যতা পূরণ করতে বেজবল দল ফুকুওকা সফটব্যাংক হকস কয়েকটি রোবট এনে দাঁড় করায় দর্শকসারিতে। রোবটগুলোকে জার্সিও পরানো হয়। ফুকুওকা সফটব্যাংক হকস বেজবল দলটির মালিক জাপানিজ টেক জায়ান্ট কোম্পানি সফটব্যাংক।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বেসবল টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা ছিল ২০ মার্চ এবং শেষ হওয়ার কথা ছিল ৭ নভেম্বর। করোনাভাইরাসের কারণে খেলা পিছিয়ে যায়। ১২টি দলের অংশগ্রহণে মোট ১২০টি বেসবল ম্যাচ হবে। স্বাভাবিক সময় ম্যাচ হয় ১৪৩টি করে। করোনাভাইরাসের কারণে আয়োজনে কাটছাঁট করা হয়েছে।

জাপানে এখন পর্যন্ত করোনাভাইরাসে ১ হাজার ব্যক্তির মৃত্যু হয়েছে। সূত্র-যুগান্তর