স্বপ্নের সেতু – মেশকাতুন নাহার

পদ্মার বুকে জন্ম তোমার- পদ্মা সেতু নাম,
বন্ধন তুমি যুক্ত করেছো- শতো শতো গ্রাম।
কতো স্বপন কতো প্রতীক্ষা- এ সেতুকে ঘিরে,
সুযোগ্য কন্যা নির্মাণ করে- সেতু পদ্মা তীরে।

প্রতিজ্ঞা যেমন করেছিল- সত্য হলো আজ,
দেশের অর্থে সমাপ্ত হলো- সর্ব শৈলী কাজ।
অতিক্রম করে কতোই না- ঘাত-প্রতিঘাত,
কালো মেঘ সরে গিয়ে উঠে- দীপ্তির প্রভাত।

অর্থনীতিতে আসবে বয়ে- তারই সুফল,
জীবনযাত্রা হবে পল্লীর- অনেক বদল।
ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পেয়ে- আসবে জোয়ার,
খুলবে এবার নব্য ভাবে- ভাগ্যের দুয়ার।

আসবে হাওয়া খুলে দিলে- দক্ষিণ জানালা,
সমৃদ্ধি লাভে হাসবে সুখে- আমাদের বাংলা।
অবাক হয়ে দেখবে বিশ্ব- নেত্রীর কীর্তন,
খুব শীঘ্রই হবে সেতুর -শুভ উদ্বোধন।