স্বপ্ন দেখবো বলে – রওনক বিনতে মুনীব প্রীতি

 

স্বপ্ন দেখবো বলে-
সমস্ত কল্পনা জড়ো করে সাজিয়ে রেখেছি মনের গহীন,
একটি সুন্দর স্নিগ্ধ সুষমায় ভরা প্রভাতে-
মায়াবী সূর্যালোকে শিশির ভেজা ঘাসের উপর দাঁড়িয়ে দেখা হবে দু’জনার,
উচ্ছ্বাসিত মনে জীবনের অব্যক্ত কথাগুলো আনমনে বলবো তোমাকে।
ব্যক্তিগত প্রসাধনীর রূপ রস গন্ধে মন-মৌমাছি উড়িয়ে দিব বাতাসে,
জমে থাকা সব ইচ্ছা অনিচ্ছা জানিয়ে দিব এক নিশ্বাসে পূর্ণ বিশ্বাসে।
আমার সমগ্র অস্তিত্বের ভরসাস্থল হস্তান্তর করে মুক্তমনা হয়ে যাবো,
জমে থাকা নীরব কষ্টগুলো থেকে বিষাক্ত রেণুগুলো-
রজনীগন্ধা হয়ে বিকশিত হবে তোমার স্পর্শে।

স্বপ্ন দেখবো বলে-
অপেক্ষা একটি মধুময় পূর্ণচন্দ্রের সুরধ্বনির,
যার যাদুকরী বিন্যাসে বিমোহিত হবো,
অপেক্ষা সেই কাঙ্ক্ষিত শুভরাত্রির-
যার প্রতি ক্ষণে স্বপ্নগুলো প্রশান্তি হয়ে এনে দিবে একটি নতুন সূর্যের,
সূচিত হবে একটি প্রাণোচ্ছল জীবনের।