স্বামীহারা নীলা বেগম আর কত বয়স হলে পাবে বয়স্ক ভাতা

আর কত বয়স হলে বয়স্ক ভাতা পাবে শৈলকুপার নিলা বেগম।

শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের খন্দকবাড়িয়া গ্রামের নিলা বেগম (৮০) আর কত বয়স হলে বয়স্ক ভাতার তালিকায় নাম উঠবে।

অসহায় নিলা বেগম বসবাস করেন একই গ্রামের অবসর প্রাপ্ত শিক্ষক আমানুল্লাহ ঘরের বারান্দায়। স্বামী যাবেদ মন্ডল স্বাধীনতা যুদ্ধের আগে মৃত্যু বরণ করেন।
দীর্ঘদিন অন্যের গৃহকর্মীর কাজ করে নিজের ভরণপোষণ যোগাতেন কিন্তু এখন বয়সের ভারে জরাজীর্ণ অবস্থায় । ৮০বছর বয়সি স্বামীহারা নীলার খবর কেউ আর এখন সেভাবে রাখেনা অন্যের বাড়িতে কাজ করে খাবে সে পরিস্থিতি এখন আর নেই তার।

অসহায় বৃদ্ধা অবস্থায় পড়ে আছে চিকিৎসারও প্রয়োজন তার চিকিৎসা করার মত টাকাও যে তার নাই। বয়সের ভারে চলাচল করতে তার কষ্ট হচ্ছে। প্রতিদিনের খাবার এখন আর প্রতিদিন জুটাতে পারছেনা স্বভাবতই অনেক দিনই তার না খেয়ে কাটছে।