স্মৃতিপটে বৈশাখ – রফিকুল ইসলাম

 

স্মৃতির জানালার শার্সিতে দেখি
বৈশাখি হাওয়ায় দূরের চারুচত্ত্বর
তোমাতে মেশানো তপ্ত রোদেলা দুপুর।
আজ না হয়, প্রত্যাশারা ঘুমিয়ে পড়ুক
খসে পড়ুক,সুঘ্রাণ মাধবীর পাপড়িগুলো
অলক বেণীর বুনোনের গভীরে….
বেপরোয়া বাতাসে অপরাহ্ণ বেলায়
প্রলয়প্রিয় দুরান্ত আকাশ দেখি—
এলোমেলো গুল্মলতা,ঝোপঝাড়ে বুনোফুল,
আর দোল খাওয়া ভাটফুল পড়ন্ত প্রহরে।
প্রজাপতির ডানায় এখন দুঃখ নিয়ে উড়ে
আর না বাজুক বৈশাখি মেলায় —
গাল ফোলানো তাল-পাতার বাঁশি,
রাত্রির দখিনা বাতাসে জেগে থাক—
আমার বৈশাখি জোছনার ঠোঁট।