স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার শিক্ষার্থীদের সুখবর দিলেন ল্যাব এইড গ্রুপ

স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার শিক্ষার্থীদের সুখবর দিলেন ল্যাব এইড গ্রুপ

এবার ঢাকার স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার শিক্ষার্থীদের সুখবর দিলেন বাংলাদেশে আন্তর্জাতিক মানের বেসরকারি হাসপাতাল ল্যাব এইড গ্রুপ।

এখন থেকে প্রতি বছর এই এতিমখানার শিক্ষার্থীদের জন্য ২ লাখ টাকা প্রদানসহ শিক্ষার্থীদের যে কোনো ধরণের চিকিৎসাসেবা, পরীক্ষা নিরীক্ষা ও ওষধপত্র, ডাক্তারী ব্যবাস্থাপত্র এবং ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতাল ও ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালে ভর্তির সুযোগ।

স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার ব্যবস্থাপনা কমিটির সভাপতি এমএএস ইমন মেহেরপুর প্রতিদিনকে এতথ্য নিশ্চিত করেছেন।

এবিষয়ে ল্যাব এইড গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক ডাক্তার এএম শামীম স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার অধ্যক্ষ মো: জাকির হোসেন (শাহীন) কে গত ১০ নভেম্বর চিঠি দিয়ে জানিয়েছেন।

স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার ব্যবস্থাপনা কমিটির সভাপতি এমএএস ইমন বলেন, ল্যাব এইড বাংলাদেশে আন্তর্জাতিক মানের একটি বেসরকারি হাসপাতাল। হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশের আরেকটি ঐতিহ্যবাহি প্রতিষ্ঠান স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার শিক্ষার্থীদের জন্য সহায়তার হাত বাড়িয়েছেন। এজন্য এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের আমরা আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি।