হরিণাকুন্ডতে তিনদিন ব্যাপি লালণ স্মরণ উৎসব

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার লালনের জন্মভূমি হরিশপূর গ্রামে ৩দিন ব্যাপি লালণ স্মরণ উৎসব গত ৪মার্চ শুরু হয়ে আজ শনিবার শেষে হবে। বৃহস্পতিবার বিকালে এই স্মরণ উৎসবের উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ।

উপজেলার হরিশপূর লালণ একাডেমীতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে স্মরণ উৎসবে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ , বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন , উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা , সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া আক্তার চৌধুরী , হরিণাকুণ্ডু পৌরসভার নব-নির্বাচিত মেয়র মোঃ ফারুক হোসেন ।

এসময় আলোচক হিসাবে স্মৃতি চারণ মূলক বক্তব্য রাখেন লালন একাডেমীর সাধারণ সম্পাদক এ্যাডঃ নজরুল ইসলাম , লালণ গবেষক ডঃ নওশের আলম , উপমহাদেশের ক্ষ্যাতনামা লালণ সংগীত শিল্পি আব্দুল লতিফ ।

এছাড়াও স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মোঃ আলাউদ্দীন , জোড়াদাহ ইউপি চেয়ারম্যান নাজমূল হুদা পলাশ , চাঁদপূর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা , কাপাশহাটিয়া ইউপি চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু ।

এই লালন স্মরণ উৎসবে গুরুর সান্নিধ্য পেতে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে লালণ ভক্তরা এই স্মরণ উৎসবে অংশগ্রহণ করেন।
প্রথম পর্বের স্মৃতিচারণ মূলক আলোচনাসভা শেষে আব্দুল লতিফ সাইজিসহ দেশের ক্ষ্যাতনামা চারণ শিল্পিরা রাতভর লালণ সংগীত পরিবেশন করেন। এই স্মরণউৎসবকে ঘিরে বসেছে গ্রামীণ মেলা।