হরিণাকুন্ডুতে বীর মুক্তিযোদ্ধা রইস উদ্দীন খলিফাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বীর মুক্তিযোদ্ধা রইস উদ্দীন খলিফা (৯৩)’র লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

সোমবার দুপুর ২টায় উপজেলার গুড়পাড়া ভাতুড়িয়া গ্রামের জামে মসজিদ মাঠে জানাজার নামাজ এবং দাফন সম্পন্ন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু। জানাজা শুরুর আগে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ডঅফ অর্নার প্রদান করা হয়।

smart

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, শৈলকূপা উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আনিচুর রহমান খোকা, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন, ঝিনাইদহ জেলা আাইনজীবী সমিতির সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক সামছুজ্জামান লাকী, পিপি ইসমাইল হোসেন, হরিণাকুন্ডু উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউল করিম গেন্দা। কাপাশহাটীয়া ইউনিয়নের চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু, সাগান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ জেলা উপজেলা পর্যায়ের বীরমুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বীর মুক্তিযোদ্ধা রইস উদ্দীন ঝিনাইদহ জেলা আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সালমা ইয়াসমিনের পিতা।

বীর মুক্তিযোদ্ধা রইস উদ্দীনের কফিনে রাষ্ট্রের পক্ষে গার্ড অফ অর্নার প্রদান করেন হরিণাকুন্ডু উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমদ।

মৃত্যু কালে তিনি স্ত্রী, তিন কন্যা এবং এক পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।