হাসপাতাল ক্যাম্পাস যানবাহন মুক্ত রাখতে হবে (সম্পাদকীয়)

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ক্যাম্পাস যেন অটো ষ্ট্যান্ডে পরিণত হয়েছে। এর ফলে রোগীসহ সংশ্লিষ্ট সকলের যাতায়াতে চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে। যে কোন উপায়ে হাসপাতাল ক্যাম্পাস এ ধরণের যানবাহন মুক্ত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে প্রশাসনিক সহযোগীতা নিতে হবে।

হাসপাতাল প্রাঙ্গনকে অটোমুক্ত করতে সেখানে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পও করা হয়েছে। কিন্তু তারপরও তেমন কোন কাজে লাগছে না। পুলিশ সদস্যরা এর আগে অটো সরাতে উদ্যোগে গ্রহণ করলেও দলীয় নেতাকর্মীদের চাপে সে কাজটি করতে পারেনি বলে অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের।

প্রায় ৭ লাখ মানুষের স্বাস্থ্য সেবার এ প্রতিষ্ঠানটিকে যানবাহন মুক্ত রাখতেই হবে। ইতিপূর্বে একজন জনপ্রতিনিধি জেলা প্রশাসকের কাছে অটো মুক্ত করতে স্মারকলিপি দিয়েছিলেন। তারপর জেলা প্রশাসন থেকে উদ্যোগ নিয়ে ব্যবস্থা গ্রহণ করেছিলেন। কিন্তু কিছুদিন যাওয়ার পর আবার অটোচালকরা পুরাতন নিয়মে পরিণত করেছেন। ফলে পুনরায় হাসপাতালকে মুক্ত করতে প্রশাসনের স্থায়ীভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরী হয়ে পড়েছে।