হাড় কাঁপানো শীত - ইলিয়াছ হোসেন

হাড় কাঁপানো শীত – ইলিয়াছ হোসেন

বাংলার দ্বারে শীত এসে
ধনীদের সুখ দেয়,
শীতে তারা জ্যাকেট ব্লেজার
গায়ে জড়িয়ে নেয়।

রাতে ঘুমায় লেপ কম্বলে
আরামের নেই শেষ,
পিঠা পায়েস খেয়ে তারা
উল্লাস করে বেশ।

প্রভাতে শীত তাড়াতে
গরম কফি চা খায়,
উদরপূর্তি করে তারা
স্বীয় কাজে যায়।

দরিদ্ররা শীতের ডরে
কাঁপে থরথর করে,
জ্যাকেট ব্লেজার লেপ ও কম্বল
নেই যে তাদের ঘরে।

উদর ভরতে পায় না খাবার
থাকে তাই হাভাতে,
খাবার খোঁজে বের হয় তারা
হিম ভুলে প্রভাতে।

দরিদ্রদের অন্ন বস্ত্র
ধনীরা করলে দান,
হাড় কাঁপানো শীতের থেকে
বাঁচবে তাদের জান।