হেমন্ত এলোরে – সোহানুর রহমান সোহাগ

হিম হিম শীত নিয়ে
হেমন্তের আগমন,
বছর ঘুরে আবার ছয়
ঋতুর দেশে গমন।

নানা রঙের রূপ নিয়ে
হেমন্ত যে আসে,
শীতের আভাস দিয়ে
হেমন্ত যে হাসে।

ঘাসের উপর কুয়াশার
শিশিরবিন্দুর প্রভাব,
কিছু দিন পর থেকেই
শুরু নবান্নের উৎসব।

হেমন্তর সকালে গুড় দিয়ে
কতসব পিঠে খাব,
শীতের সকালে ঘুম থেকে উঠে
হেমন্তে গান গাইব।

বছর ঘুরে আবার শতরূপা
হেমন্ত এলোরে,
মজা আর খুশির বন্যা
বয়ে গেল রে।