হোয়াটসঅ্যাপে এখন মেসেজ এডিটিং চালু

হোয়াটসঅ্যাপে এখন মেসেজ এডিটিং চালু

হোয়াটসঅ্যাপে চালু হলো এডিটিং ফিচার। কখনো কাউকে দ্রুত টাইপ করে মেসেজ পাঠানোর পর খেয়াল করলেন বানান ভুল। এই বানান ভুলের সমস্যা আপনাকে ভোগাতে পারে বেশ। সেক্ষেত্রে আপনার হাতে উপায় কি? উপায় ওই একটিই। এডিট করা। এতদিন সে সুযোগ ছিল না কিন্তু হোয়াটসঅ্যাপ এখন এই অপশনটি চালু করেছে।

কোনো মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যে বানান ভুল বা অন্যান্য অসংগতি এখন ঠিক করার সুযোগ রয়েছে। পুরো ম্যাসেজ এখন আর ডিলেট করে আবার নতুন করে পাঠানোর বিড়ম্বনা পোহাতে হবে না। আবার ভুল করে কিছু লিখে বসলে তা সংশোধনের পথ আছে। এতদিন অফিশিয়ালি এই ফিচারটি চালু না হলেও এখন হোয়াটস অ্যাপে সহজেই এই ফিচারটি ব্যবহার করা যাবে।

সূত্র: ইত্তেফাক