১০৪ বছর বয়সে লেখাপড়া শিখলেন কুত্তিয়াম্মা!

লেখাপড়ার যে কোনো বয়স নেই তা আবারও প্রমাণ করলেন ভারতের ১০৪ বছর বয়সি এক বৃদ্ধা।

দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার কুত্তিয়াম্মা নামের এ শতবর্ষী বৃদ্ধা শেষপর্যন্ত নিজের নাম লেখা এবং পড়া শিখলেন। খবর বিবিসির।

ছোটবেলায় তার খুবই স্কুলে যাওয়ার শখ ছিল। কিন্তু বাল্যবিয়ে এবং সংসারের কাজের চাপে আর স্কুল যাওয়া হয়নি তার। কিন্তু তাই বলে থেমে থাকেননি তিনি। দেশটির বয়স্কদের জন্য সরকারি শিক্ষা কর্মসূচি চালু হলে তাতে ভর্তি হন কুত্তিয়াম্মা।

অবশেষে ১০৪ বছর বয়সে তিনি লিখতে এবং পড়তে শিখলেন। তার আজীবন লালিত স্বপ্নপূরণ হলো শতবর্ষ পরে।

আরও অবাক করা বিষয় হচ্ছে তিনি বয়স্ক শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারীদের পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৮৯ পেয়েছেন।