১২ তলা থেকে পড়েও অলৌকিকভাবে বেঁচে গেল শিশুটি

ভিয়েতনামে বহুতল ভবনের ১২ তলা থেকে পড়েও অলৌকিকভাবে বেঁচে গেছে দুই বছরের এক কন্যাশিশু।

রোববার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে রাজধানী হ্যানয়ে এ ঘটনা ঘটেছে।

ভিয়েতনাম টাইমসের ররাতে দ্য গার্ডিয়ান জানিয়েছে, একটি অ্যাপার্টমেন্ট ভবনের ১২ তলার বারান্দায় দুই বছরের শিশুটিকে ঝুলতে দেখে চিৎকার শুরু করেন প্রতিবেশীরা।

রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৫টার দিকে ওই ভবনের নিচে গাড়িতে বসেছিলেন এক ব্যক্তি। এনগুইন এনগোক মানহ নামের ওই ব্যক্তি তার গাড়িতে বসে পণ্য সরবরাহের অপেক্ষায় বসে ছিলেন। একজন নারীর চিৎকার শুনে বাইরে কী হচ্ছে তা দেখার জন্য তিনি ট্রাকের জানালা দিয়ে তাকান।

পরে দেখেন ওই ভবনের ১২ তলায় বারান্দার কার্নিশে নেমে শিশুটি কান্না করছে। এ সময় তিনি শিশুটিকে ধরার জন্য মোটরসাইকেল শেডের ওপর উঠেন।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শিশুটি নিচে পড়লেও তাকে ধরতে পারেননি ট্রাকচালক এনগুইন এনগোক মানহ।

তাৎক্ষণিকভাবে শিশুটি ভিয়েতনামের জাতীয় শিশু হাসপাতালে নেওয়া হয়। তবে জীবন নিয়ে শঙ্কা নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হাসপাতালের চিকিৎসক লে এনগোক ডুই বলেন, শিশুটির নিতম্ব স্থানচ্যুত হলেও আর কোনো আঘাত লাগেনি।