২০২৩ সাল হবে জনতার বিজয়ের সাল – —–মাসুদ অরুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে নানা কর্মসূচি পালন করেছে।

সোমবার (৭ নভেম্বর) সারা দেশের ন্যায় মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এসব কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল পতাকা উত্তোলন, উন্মুক্ত আলোচনা সভা।

দিবসটি পালন উপলক্ষে বিকালে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সহসভাপতি শিল্পপতি জাভেদ মাসুদ মিল্টন, আব্দুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আমঝুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।

সভাপতির বক্তব্যে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুণ বলেন দুর্ভিক্ষের ভয় দেখিয়ে জনতার সংগ্রাম ও লডাই বন্ধ রাখা যাবেনা।আধিপত্যবাদ ও অপশাসনের বিরুদ্ধে জনতার গণঅভ্যুত্থান হবে। ২০২৩ সাল হবে জনতার বিজয়ের সাল। বিনা ভোটের প্রধানমন্ত্রী নাকি দেশে দুর্ভিক্ষ হওয়ার আশংকা করছেন। দূর্ভিক্ষ হবে না, দেশে এখন ৭৪ সালের দুর্ভিক্ষ চলছে।

আলোচনা সভায় সঞ্চালনায় ছিলেন মেহেরপুর পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।