৯ হাজার কোটি নিয়ে পালিয়েছিলেন, দেশের দুঃসময়ে ফেরত দেবার প্রস্তাব

নয় হাজার কোটি রুপি হাতিয়ে দেশ ছেড়েছিলেন বিখ্যাত কিংফিশার কোম্পানির কর্ণধার বিজয় মাল্য। পাড়ি জমিয়েছেন ইংল্যান্ডে। ভারত সরকার তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে অনেকদিন ধরে।

করোনার সময়ে অর্থনীতির দুরবস্থার কথা চিন্তা করে সেই বিজয় মাল্য নিজে থেকেই সমস্ত টাকা ফেরত দেবার আর্জি জানিয়েছেন অর্থমন্ত্রীর কাছে।

সারা বিশ্বের সঙ্গে ভারতও করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে। তিন সপ্তাহের লকডাউন, প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা আর বিপুল আর্থিক সঙ্কটের মুখে ভারতের অর্থনীতি।

এমনই দুঃসময়ে ফের নিজের একশো শতাংশ দেনা মিটিয়ে দেওয়ার প্রস্তাব দিলেন লিকার ব্যারন বিজয় মাল্য। টুইটারে মাল্য লিখেছেন, ‘কিংফিশার সংস্থা বিভিন্ন ব্যাঙ্ক থেকে যে ঋণ নিয়েছে বারবার সেই টাকার ১০০ শতাংশ ফেরত দেওয়ার জন্য আমি বার বার প্রস্তাব দিয়েছি।

কিন্তু ব্যাঙ্ক বা ইডি কোনও কর্তৃপক্ষই অ্যাটাচ করা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি খুলে দেননি। আশা করি এই দুর্দিনে অর্থমন্ত্রী আমার কথা শুনবেন।’ লকডাউনে তার সংস্থাগুলিতে উৎপাদন সম্পূর্ণ বন্ধ বলেও জানিয়েছেন কিংফিশার কর্ণধার।

তবে ভারতের অর্থমন্ত্রণালয় এ ব্যাপারে এখনো কোন সিদ্ধান্তের কথা জানায়নি।