অজপাড়া গাঁয়ে জন্মেও আন্তর্জাতিক বিজ্ঞানী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাস্যিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের সাবেক ডিন, প্রফেসর ড. মো: আব্দুর রশিদ। গাংনীর অজপাড়াগাঁ সাহারবাটি গ্রামে জন্ম। অথচ,এখন তিনি বিশ্বের বিজ্ঞানীদের শীর্ষ তালিকায় মর্যাদাপূর্ণ স্থানে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ উভয় ক্যাটাগরিতেই শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় প্রথম স্থান অধিকার করেন। এছাড়া এশিয়া ও বৈশ্বিক ক্যাটাগরিতেও তিনি চতুর্থ ও পঞ্চম স্থান লাভ করেছেন।

সংস্থাটি সারা বিশ্বের ২০৬টি দেশের ১৩,৫৩১টি বিশ্ববিদ্যালয়ের ৭ লক্ষেরও বেশি বিজ্ঞানীর সাইটেশন ও অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে গত ১০ অক্টোবর ২০২১ ইং বিশ্বব্যাপী এ তালিকাটি প্রকাশ করে।

এই তালিকায় সবচেয়ে মর্যাদার আসনটি প্রথম স্থানে ড. মো: আব্দুর রশিদের নাম ঘোষণা করেন সংস্থাটি।

প্রফেসর ড. মো: আব্দুর রশিদ মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের কৃষক আলী হোসেনের ছেলে।তিনি গ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিকে পাশ করে গাংনী পাইলট স্কুল এন্ড কলেজ ও ও মেহেরপুর সরকারী কলেজে পড়ালেখার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে সেখানেই চাকুরি করেন।

বর্তমানে এই কৃতিমান স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর ফার্মাসি বিভাগের উপদেষ্টা।

তথ্য ও ছবি জুলফিকার আলী কানন