মনের কিছু কথা আছে মনেই রয়ে যায়, না বলতে পারার আস্ফালনে হৃদয় পুড়ে ছাঁই!
মনের কিছু কথা আছে যায়না বলা মুখে, কিছু কথা দূরে থেকেই হয় চোখে চোখে!
মনের কথায়,মুখের কথায় ভালোবাসার গেম, না বলা অনুক্তি বুঝলে তাকেই বলে প্রেম।