অনূর্ধ্ব-১৬ নারী সাফ ফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ-ভারত
গেল মাসের ৮ তারিখে কমলাপুরে অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামে বাংলাদেশের মেয়েরা। সেই ম্যাচে নানান নাটকীয়তার পর যৌথভাবে দুই দলকে চ্যাম্পিয়নস ঘোষণা করা হয়। সেই ফাইনালের এক মাসের মাথায় আবারও আরেকটি টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ-ভারত। নেপালে অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব-১৬ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে পুরো টুর্নামেন্টে অপরাজিত থাকে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা।
এবার অপরাজিত থেকে শিরোপা জয়ের লক্ষ্যে আজ বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ভারতে বিপক্ষে মাঠে নামবে বাংলার ষোলো না পেরোনো মেয়েরা। ফাইনাল ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ দলের কোচ সাইফুল বারী টিটু বলেন, ‘ফাইনাল সবসময়ই ফাইনাল। ভারত খুবই ভালো দল। তিন ম্যাচে তারা ১৮ গোল করেছে। তাদের আক্রমণভাগ কতটা শক্তিশালী, গোলগুলো সেটাই ইঙ্গিত করে। আমাদের খেলোয়াড়দের কথাও বলতে হয়, তারাও সর্বোচ্চটা দিয়েছে। আমার মতে, সেরা দুই দলই ফাইনালে উঠেছে।’
অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে ফাইনাল ম্যাচ নিয়ে ভারতের কোচ মুত্তাহর চাওয়ার বলেন, ‘আগামীকাল নতুন একটা দিন। গ্রুপ পর্বে যা হয়েছে, ভুলে গেছি। স্বীকার করছি, আমাদের কিছু ভুল ছিল, তবে আমরা বিশ্বাস করি আমাদের খেলা আসলেই ভালো ছিল। এখন আমরা উজ্জীবিত। মেয়েরা ফাইনাল খেলতে মুখিয়ে আছে।’
সূত্র: ইত্তেফাক