অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ

গেলবারের মতো এবারও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ আফ্রিকার মাটিতে। প্রোটিয়াদের মাটিতে ২০১৯ বিশ্বকাপে ইতিহাস লিখে বাংলার যুবারা। সেবার ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই সঙ্গে চলতি আসরে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই নিজেদের শিরোপা মিশন শুরু করবে বাংলাদেশের যুবারা।

আজ মানগাউং ওভালে গ্রুপ ‘এ’-এর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় দুপুর ২টায় মাঠে নামবে গেল আসরের এই দুই ফাইনালিস্ট। এই আসরে বাংলাদেশ দলকে সামনে থেকে নেতৃত্ব দিবেন মাহফুজুর রহমান । এখন পর্যন্ত ২৬ ম্যাচে ভারতের যুবাদের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশের যুবারা। সেসব দেখায় জয়ের পাল্লা ভারী ভারতের যুবাদের। ভারতের ২০ জয়ের বিপরীতে বাংলাদেশ জয় পাঁচটি ম্যাচে।

এছাড়া বাকি একটি ম্যাচ পরিত্যক্ত হয়। এই দুই দলের সর্বশেষ দেখা হয় গেল মাসে আরব আমিরাতে অনুষ্ঠিত হয় যুব এশিয়া কাপের সেমিফাইনালে। সেই ম্যাচে ভারতকে ৪ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে টিকিট নিশ্চিত করে বাংলাদেশের যুবারা। এরপর ফাইনালে স্বাগতিক আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথম বারের মতো এশিয়া কাপের শিরোপা জয় করে বাংলাদেশ।