অপহরনের ২০ দিন পর উদ্ধার হলো বন্যা খাতুন

অপহরনের ২০ দিন পর অবশেষে মুজিবনগর থানা পুলিশের চেষ্টায় উদ্ধার হয়েছে ১৮ বছরের বালিকা বন্যা খাতুন(সুবর্ণা)।

মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে অপহরনকারী মেহেরপুর শহরের কাশবপাড়া মাহফুজুর রহমানের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। পরে ভিক্টিম এর ডাক্তারি পরিক্ষা শেষে জবানবন্দি গ্রহন করার জন্য আদালতে নেওয়া হয়।

উদ্ধারকৃত বন্যা খাতুন মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের আনারুল ইসলামের মেয়ে।

এদিকে অপহরনকারী আসামী মেহেরপুর সদর উপজেলার মেহেরপুর শহরের কাশবপাড়ার বাসিন্দা।

জানা গেছে,গত ১৪ সেপ্টেম্বর নিজ বাড়ি থেকে বন্যা অপহরন হওয়ার পর দির্ঘদিন খোজাখুজির পর কোন সন্ধান না পেয়ে সর্বশেষ। গত সোমবার বন্যা খাতুনের মা বিলকিস খাতুন বাদী হয়ে আদালতে মাহফুজুর রহমানকে আসামী করে একটি অপহরন ও ধর্ষণ মামলা করেন।

পরে মামলাটি মুজিবনগর থানায় রেফার করলে পুলিশ মামলাটি আমলে নিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পলাশ কুমার রায় খোজাখুজি শুরু করলে পরের দিন সকালে বন্যা খাতুনকে আসামীর বাড়ি থেকে উদ্ধার করে।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেম জানান, আদালতের নির্দেশে পুলিশ খোজাখুজি করে আসামীর বাড়ি থেকে ভিক্টিমকে উদ্ধার করে।
ভিক্টিম উদ্ধারের পর ডাক্তারি পরিক্ষা শেষে জবানবন্দি গ্রহন করার জন্য আদালতে প্রেরন করা হয়েছে।