অবারিত সবুজের হাতছানি

রাস্তার দু-ধারে নানা গাছের সারি।অবারিত সবুজের হাতছানি। প্রাকৃতিক শোভায় মোহিত হয়ে কোমল,শান্ত-স্নিগ্ধ,উদার প্রকৃতির খেলায় মাঝে মধ্যে কোথাও কোথাও ক্ষণিক থেমে যাবেন।গাছের ডালের ফাঁক দিয়ে উঁকি মেরে আসা রৌদ্র-ছায়ার খেলা। রাস্তার পাশের অতন্ত্র প্রহরির মত দাঁড়িয়ে থাকা বৃক্ষরাজির মৃদু সমীরণে দোল খাওয়া বুনো ফুলের গন্ধ। আর দূর দিগন্তের অবারিত মাঠের বুকের নানা ফসলের স্নিগ্ধতা। এযেনো, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অমর বাণী “ অবারিত মাঠ, গগন-ললাট চুমে তব পদ-ধূলি, ছায়া-সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি”। ‘প্রকৃতির কবি জীবনানন্দ’র ‘একদিন খুঁজেছিনু যারে/ বকের পাখার ভিড়ে বাদলের গোধূলি-আঁধারে/ মালতীলতার বনে। হ্যাঁ প্রিয় পাঠক সবিই পাবেন ফিরে গেলে প্রকৃতির মাঝে।

ছবিটি মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাওট ও খলিশাকুন্ডির মাঝ থেকে তোলা।

ছবি- জুলফিকার আলী কানন