গতকাল বৃহস্পতিবার ৩১ জুলাই দুপুর ২ টার দিকে সীমান্তের নোমান্স ল্যান্ডে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ১৫ জন বাংলাদেশী নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চুয়াডাঙ্গার-৬ ব্যাটালিয় বিজিবির নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে । পরবর্তীতে তাদেরকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর বলেন গতকাল দর্শনা জয়নগর চেকপোস্ট থেকে বর্ডার গার্ড বাংলাদেশ ৬ বিজিবি ১৫ জনকে বাংলাদেশীকে আমাদের কাছে হস্তান্তর করে । আমরা তাদেরকে পৌরসভার একটি স্কুলে রাখার পর তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করার পাশাপাশি নিরাপত্তা প্রদান করি । আজ শুক্রবার ১ আগষ্ট বেলা সাড়ে ১১ টায় ৪ টি পরিবারের নিকট ১৫ জন বাংলাদেশীকে হস্তান্তর করা হয়েছে।
১৫ জন বাংলাদেশি হস্তান্তরপ্রাপ্ত ব্যক্তিরা হলো কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার নিজাম উদ্দীনের ছেলে রাসেল আলী(২৬) রাসেলের স্ত্রী মোছাঃ শাবানা (২১), নিজাম উদ্দীনের স্ত্রী মোছাঃ রাহিলা (৫২) রাসেলের মেয়ে মোছাঃ আছিয়া(৩) রিয়াজ উদ্দীনের মেয়ে মোছাঃ রেশমা(১০)কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার কবীরমাহমুদ গ্রামের আজিজারের ছেলে রফিকুল (২৮)তার স্ত্রী মোছাঃ জান্নাতি (২৪), তার মেয়ে মোছাঃ রুকসানা (১০)ঢাকা গাজিপুর জেলার বাশন থানার গাজীপুর চৌরাস্তা ঈমান আলীর মোড়ের রবিউল ইসলাম (১৪), রফিকুল ইসলাম সদর (৩১), পিতা-মৃত আজিজার রহমান কবিরাজ, , মোছাঃ জান্নাতি বেগম (২৮), স্বামী মোঃ রফিকুল ইসলাম সদর, লালমনিরহাট জেলার উত্তর সাপটানা কাছেরটরি,গ্রামের আব্দুছ সালামের ছেলে রেমন আলী (০১),সহ ১৫ জন নারী পুরুষ শিশুসহ পরিবারের কাছে হস্তান্তর করেন।এরা কুড়িগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে দীর্ঘ ১১ বছর ভারতে বসবাস করে আসছিলো।