অভিনব প্রচার মাইকে মুগ্ধ মেহেরপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডবাসি
কাউন্সিলর প্রার্থীর প্রতিক বোতল। তাই অটোবাইকের সামনে পেছনেসহ চাররপাশে বোতল টানিয়ে দিনরাত ওয়ার্ডে ঘুরছে সৈয়দ বাপ্পীর প্রচার মাইক।
মেহেরপুর পৌর সভার ৩ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী সৈয়দ বাপ্পী’র এই অভিনব প্রচারণা মুগ্ধ করেছে সাধারণ ভোটারদের।
ইজিবাইক চালক মধু মিয়া জানালেন, আমার ইজিবাইকের চারপাশে প্রার্থীর প্রতিক বোতল টানিয়ে রাখায় প্রচার মাইকের বাড়তি আকর্ষণ বেড়েছে। ভোটাররা সহজেই প্রতিকটা চিনতে পারছেন। এছাড়া অভিনব এই প্রচারণা সাড়া ফেলেছে মানুষের কাছে।
শহরের তাতীপাড়া, বেড়পাড়া, হঠাৎপাড়া, শাহজীপাড়া ও ফুলবাগানপাড়াপাড়ার একাংশ নিয়ে মেহেরপুৃর পৌর সভার ৩ নং ওয়ার্ড গঠিত। এই ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা ২৭৬০ জন। গত বারে ভোটার সংখ্যা ছিল ২৭০০ জন।
ওয়ার্ডে এবার সদ্য বিদায়ী কাউন্সিলর সৈয়দ বাপ্পী (বোতল প্রতিক), ইনছান মন্ডল (টেবিল ল্যাম্প প্রতিক), জাহাঙ্গীর আলম (উট প্রতিক) ও ইভান শেখ (ডালিম প্রতিক) কাউন্সিলর পদে নির্বাচন করছেন।
সৈয়দ বাপ্পী বলেন, আমি বিগত পাঁচ বছরে আমার ওয়ার্ডের বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা বাড়ানোর পাশাপাশি রাস্তা ঘাটের উন্নয়ন ও করোণাকালিন সময়ে আমি তাদের পাশে ছিলাম। এলাকার মানুষের কবর খোড়া, লাশ ধোয়ানো ও করোণাকালিন সময়ে করোণায় মারা যাওয়া লাশ পর্যন্ত ধুঁয়ে তাদের দাফন করেছি। আমি সব সময় ওয়ার্ডবাসির সুখে দুখে পাশে থেকেছি। তাদের সকল বিপদের সময় পাশে থেকে উপকার করেছি। বিগত দিনের মূল্যায়নে এবারও আমাকে তারা ভোট দেবেন বলে আমার বিশ্বাস।