অমলিন সুখতে – লিটন রায়

আষাঢ়ের আগমনে
এঁদো পুকুর জলে
ব্যাঙ ডাকে ঘ্যাঙ-ঘ্যাঙ
হালা লাফায় চলেথ

ছলেগুলো ব্যাঙ ধরে
বাড়িতে আসে নিয়ে
দুটি ব্যাঙ কনে-বর
হবে তাদের বিয়ে।

আরো হয় রিমঝিম
আকাশেরই পানি
পিছলা পিছলি হবেথ
অনেক মজা জানি।
লেরই ছেলে মেয়ে
বাড়ি ফিরে ভিজেই
ফিরতে ফিরতে তারা
কাদা মাখে নিজেই।

আমার যেনো সে স্মৃতি
ভসে উঠে বুকতে
বৃষ্টি এলে চলে যাই
অমলিন সুখতে।