অলিখিত কবিতা – বাবুল চৌধুরী

একটি কবিতার তৃষ্ণায় মাঠে-প্রান্তরে
নীল ঘাসফুলের কাছে নতজানু হয়ে
আকুল আবেদন ঢেলেছি তার কানে।

প্রশ্নবাণে বিদ্ধ করিনি  মেঘ ফিরে যায়
বর্ষণ ছাড়াই, কদমের ডালে কাতর কুঁড়ি
তখনও জানে না সে শুকিয়ে মরে যাবে
বৃষ্টি অথবা একফোঁটা জলের অপেক্ষায় –
তার ব্যথা ঠিকই জানে উলুঝুলু বাতাস।

একটি কবিতার জন্য সারাদিন উপোসী।
ছন্দে ছন্দে হেঁটে গেছে যে রূপসী নারী
তার ঘ্রাণ, দেহলতা, রূপের হাটের কথা
ফিনকি দিয়ে রক্ত মাখে যুবকের মুখে –

কবিতা অভিযোগহীন তবু সে ফেরারী
বাড়ি ফিরে যাই, কবিতার স্পর্শ ছাড়াই
কবিতা নয় কবিতার কঙ্কাল সারারাত
জাগিয়ে রাখে, দুঃস্বপ্নের চাদর মুড়িয়ে।

ঘোর কাটলে অলিখিত কবিতার জন্য
এখনও দিনরাত জাগি, মুখিয়ে থাকি।