অসহায় বৃদ্ধার ঘর তৈরি করে দিলেন কালীগঞ্জ পৌর মেয়র

তানজির রহমান, কালীগঞ্জঃ কালীগঞ্জ পৌরসভা ৮ নং ওয়ার্ডের ঈশ্বরবা গ্রামের বাসিন্দা রাবেয়া খাতুন , স্বামী মারা গেছেন অনেক আগে। নিজের বসবাসের জন্য তেমন কোনো ঘর ছিলো না, যা ছিলো তার চাল দিয়ে বৃষ্টি হলেই টপ টপ করে পানি পড়ত ঘরের বিভিন্ন জায়গায়।

জীবনের এই শেষ সময়ে এসে অনেকটা আত্মবিশ্বাস নিয়েই অতি কষ্টে পায়ে হেঁটে এসেছিলেন কালীগঞ্জ পৌরসভা অফিসে মেয়র কে খুঁজতে, অতঃপর মেয়র আশরাফুল আলম আশরাফের সাথে তিনি তার কষ্টের কথা বলেন এবং মেয়র তার কথাগুলো শুনে কষ্ট পান এবং দরিদ্র মহিলার জন্য একটি ঘর বানিয়ে দেওয়ার আশ্বাস দেন, মেয়র আশরাফ নিজের টাকা ব্যায় করে সাধ ও সাধ্যের মধ্য একটি ঘর করে দেন বৃদ্ধাকে। ঘর পেয়ে বৃদ্ধা বলেন, অত্যন্ত খুশি হয়েছেন মাথা গোঁজার ঠাঁই পেয়ে, তিনি মেয়র আশরাফের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করেন।

এছাড়াও বিভিন্ন সময় কালীগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আশরাফুল আলম (আশরাফ) দরিদ্র ও অসহায় মানুষের খাদ্য, নগদ অর্থ ও কর্মসংস্থান এর ব্যাবস্থা করে পৌর এলাকায় সমাদৃত হয়েছেন।