অ্যান্ডারসনকে সর্বকালের সেরা মানতে নারাজ বয়কট

৬০০ উইকেট পাওয়া জিমি অ্যান্ডারসনকে সর্বকালের সেরা ইংলিশ পেস বোলার হিসেবে চিহ্নিত করতে নারাজ জিওফ্রে বয়কট। সাবেক এই ইংলিশ ওপেনার জানালেন, তার ভোট পাবেন সিডনি বার্নস।

প্রথম কোনও পেস বোলার হিসেবে টেস্টে ৬০০ উইকেট ক্লাবের সদস্য অ্যান্ডারসন যেভাবে নিজেকে মেলে ধরেছেন, তার প্রশংসা করে বয়কট বললেন, ইংলিশ কন্ডিশনে জিমি বিপজ্জনক বোলার। রাত ২টার সময়ও ঘুম ভাঙিয়ে ওর হাতে বল তুলে দেওয়া হলে ও অফ স্টাম্প লক্ষ করে যে ডেলিভারিটা করবে, তা হঠাৎ লিফট করবে এবং বাঁক নিয়ে বাইরে বেরিয়ে যাবে। তবে ইংল্যান্ডের বাইরে কিন্তু ততটা সফল নয়। তবু ৬০০ উইকেট ঝুলিতে, এটা অনেক বড় সাফল্য।’‌

তবু তিনি অ্যান্ডারসনকে সর্বকালের সেরা ইংলিশ বোলার হিসেবে মানাতে রাজি নন জিওফ্রে বয়কট। তিনি বলেন, সিডনি বার্নস পাবে আমার ভোট। ২৭ টেস্টে ১৮৯ উইকেট পেয়েছিলেন। খুব বড় চেহারা, বিশাল হাতের তালু। টেস্ট পিছু ৭ উইকেট পাওয়া সহজ ব্যাপার নয়। এমনকি স্যার ডোনাল্ড ব্র‌্যাডম্যানও গত শতাব্দীর শ্রেষ্ঠ ৬ জন ক্রিকেটারের তালিকায় বার্নসকে রেখেছিলেন। ইয়র্কশায়াররত্ন ফ্রেডি ট্রুম্যানের নামও কিন্তু বলতে পারতাম। প্রথম জোরে বোলার হিসেবে ৩০০ টেস্ট উইকেট পেয়েছিল। তাই ৭০০ উইকেট পেলেও জিমিকে সেরা ইংলিশ জোরে বোলারের সার্টিফিকেট দিতে পারছি না।‌‌‌

ইয়র্কশায়ারের এই ক্রিকেট অধ্যাপক একই সঙ্গে কয়েকটি পরিসংখ্যান তুলে ধরলেন। যেমন- জিমি খেলেছে ১৫৬ টেস্ট। ওর হাত থেকে বেরিয়েছে ৩৩,৭১৭টি টেস্ট ডেলিভারি। অন্য কোনও পেস বোলার এত টেস্ট খেলেনি এবং এত বেশি ডেলিভারিও করেনি। ‌সবচেয়ে ভাল লেগেছে ৭০০ উইকেট নেওয়ার ইচ্ছে প্রকাশ করাটা। এখন ওর বয়স ৩৮। আরও ১০০ উইকেট পাওয়ার জন্য অন্তত ২০টা টেস্ট খেলতে হবে। অন্তত ২ বছর। তখন ওর বয়স হবে ৪০। সহজ ব্যাপার নয়। তবু জিমি পৌঁছাতে চাইছে, এইটা খুব জরুরি।’‌

সূত্র- বিডি-প্রতিদিন