অ্যান্ড্রয়েডের জন্যও সেটিংসে সার্চ বার যুক্ত করছে হোয়াটসঅ্যাপ

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মুঠোফোন ব্যবহারকারীদের জন্য সেটিংস অপশনে সার্চ বার যুক্ত করছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপের সেটিংস অপশন থেকে বিভিন্ন তথ্য খুঁজতে পারবেন ব্যবহারকারীরা। আইফোনে ইতিমধ্যে এ সুবিধা চালু রয়েছে।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নতুন এ সুবিধা চালুর জন্য এরই মধ্যে সেটিংস অপশনে পরীক্ষামূলকভাবে সার্চ বার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েডের বেটা সংস্করণ ব্যবহারকারীরা এ সুবিধা পরখ করতে পারছেন। সবকিছু ঠিক থাকলে আনুষ্ঠানিকভাবে সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য এ সুবিধা চালু করা হবে।

জানা গেছে, চালু হতে যাওয়া সার্চ বারে কোনো বিষয়ে তথ্য খোঁজ করলে ব্যবহারকারীদের উপযোগী বিভিন্ন উত্তর দেখাবে হোয়াটসঅ্যাপ। ফলে অ্যাপটির বিভিন্ন সুবিধা জানার পাশাপাশি নির্দিষ্ট বিষয়ে দ্রুত তথ্য পাওয়া যাবে। শিগগিরই এ সুবিধা চালু হবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া