আইওএসের জন্যও ভিপিএন যুক্ত করল অপেরা ব্রাউজার

আইওএসের জন্যও ভিপিএন যুক্ত করল অপেরা ব্রাউজার

অ্যান্ড্রয়েডের পর এবার আইওএস অপারেটিং সিস্টেমে বিল্ট ইন ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন যুক্ত করেছে অপেরা ব্রাউজার। ফলে ব্রাউজারে বাড়তি কোনো এক্সটেনশন যুক্ত না করেই আইফোন ব্যবহারকারীরা ভিপিএন সুবিধা ব্যবহার করতে পারবেন। আইওএসে নতুন এ সুবিধা চালুর মাধ্যমে নিজেদের সব সংস্করণে ভিপিএন সুবিধা যুক্ত করল অপেরা।

এক ব্লগ বার্তায় অপেরা কর্তৃপক্ষ জানিয়েছে, আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা এখন অপেরা ব্রাউজারে সুরক্ষা সুবিধাসহ ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন। অপেরা ব্রাউজারের হোমপেজ থেকে এ সুবিধা চালু করতে পারবেন আইফোন ব্যবহারকারীরা।

নতুন এ সুবিধা চালুর ফলে ব্যবহারকারীদের আইপি ঠিকানা গোপন রাখার পাশাপাশি তথ্য এনক্রিপটেড আকারে আদান-প্রদান করা হবে।

ভিপিএন সেবা ব্যবহারকারীদের পরিচয় ও ব্রাউজিং ইতিহাসও গোপন রাখা হবে বলে জানিয়েছে অপেরা কর্তৃপক্ষ। অপেরা ব্রাউজারে ভিপিএন সুবিধা বিনা মূল্যে ব্যবহার করা যাবে। উল্লেখ্য, ২০১৯ সালে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য প্রথম ভিপিএন সুবিধা চালু করে অপেরা।

সূত্র: গ্যাজেটস৩৬০