আকাশী রঙের পাঞ্জাবি- রাফিয়া

আমি অনেক কিছুই ভুলে যাই
মনে রাখতে রাখতে কখন যেন ভুলে যাই
যেমনটা ভুলে গেছি মহুয়ার ঘ্রাণ
কোকিলা কন্ঠী বোষ্টমীর গান

মনেই ছিল না বছর ফুরিয়ে বয়স বাড়িয়ে দিল
কাফন চেয়ে চিঠি লিখেছিলাম তাও ভুলে গেছি
দিন বদলের খেলাতে মন বদলের ঋতু পরিবর্তন
মনে পড়ে না ভালোবাসতে চেয়ে ভুল করেছি।

শুধু মনে আছে তোমার পাঞ্জাবির রঙ ছিল আকাশী
প্রথম দিয়েছিলাম আবেগে আবেশ ঘেরা মায়াবী চোখে আকর্ষণ
আমাকে না পাওয়ার বেদনা ভরা মন খারাপের আবেদন

আর সব ভুলে গেছি মনে নেই কিচ্ছু মনে নেই
কিচ্ছু না ।