আগামি প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ কি তা সাক্ষি হয়ে থাকবে বধ্যভুমি- এমপি ছেলুন

চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আলমডাঙ্গায় দলীয় নেতা কর্মিদের সাথে মত বিনিময় করেছেন।

গতকাল শুক্রবার বেলা সাড়ে ৪ টার দিকে উপজোর বধ্যভুমিতে মত বিনিময় সভা করেন। মত বিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, আলমডাঙ্গার বধ্যভুমি নির্মান করে আগামি প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ কি? পাক সেনারা বাঙালিদের উপর কি নির্মম অত্যাচার করেছিল, কি ভাবে নিরপরাধ মানুষকে হত্যা করে তাদেরকে এই বধ্যভুমিতে পুতে রেখেছিল, সে ইতিহাস তারা জানতে পারবে।

আমার এই প্রয়াস সফল হলে সকল শহীদ মুক্তিযোদ্ধারা শান্তি পাবে। তিনি আরও বলেন একটি দলের প্রাণ হলো নেতা কর্মি। যে দলের কর্মি নেই সে দলের কোন কার্যক্রম থাকে না। আজকে আওয়ামী লীগের নেতা কর্মি আছে বলেই কোন অপশক্তিই আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে পারেবে না।

মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদীর গনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি খুস্তার জামিল, সাংগাঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, থানা অফিসার ইনচার্য সৈয়দ আসিকুর রহমান। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাষ্টারের উপস্থাপনায় বক্তব্য রাখেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আতিয়ার রহমান, পৌর আওয়ামী লীগের, সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি লিয়াকত আলী লিপু মোল্লা, খন্দকার শাহ আলম মন্টু, জেলা নির্বাহী সদস্য শাহ আলম, দেলোয়ার হোসেন, উপজেলা, রেজাউল হক তবা, ওয়াজেদ আলী, পৌর আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক সিরাজুল, কুমারি ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিন্টু, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গির হোসেন, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিদ, ২নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গির হোসেন, খন্দকার মজিবুল হক, খবির উদ্দিন, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক জালাল উদ্দিন, মুক্তিযোদ্ধা দিদার আলী, জেলা যুবলীগের সদস্য ও পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, উপজেলা যুবলীগের আহবায়ক আহসান উল্লাহ, সৈকত খান, আলমডাঙ্গা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, ছাত্রলীগের সাবেক সম্পাদক মিজানুর রহমান মিজান, যুবলীগ নেতা, সাইফুর রহমান পিন্টু, ডা. আনিসুর রহমান, দেলোয়ার হোসেন বেল্টু, সাবেক ছাত্রলীগ নেতা তামিম, হাসানুজ্জামান, রকি, সুরুজ প্রমুখ।

আলমডাঙ্গা প্রতিনিধি