
আগামী ১৭ নভেম্বর মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার সকালে পৌরসভার পশুহাটে অবস্থিত জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেন ইউনিয়নের সভাপতি মো. আহসান হাবীব সোনা।
সভাপতির বক্তব্যে তিনি ইউনিয়নের সদস্যদের জন্য মৃত্যু ভাতা, আর্থিক লেনদেনের স্বচ্ছতা এবং সংগঠনের সার্বিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।
মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অফিস সেক্রেটারি মো. নাসিম খানের সঞ্চালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সবুজ, কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্য এবং সাধারণ সদস্যবৃন্দ।
বক্তারা শ্রমিকদের মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংগঠনের ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আগামী নির্বাচনে আপনারা যাকে যোগ্য মনে করবেন, তাকেই ভোট দিয়ে বিজয়ী করুন।
সাধারণ সভায় মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সকল সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।