আজ গানে গানে সঞ্জীবকে স্মরণ করবে ভক্তরা

প্রয়াত সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর জন্মদিন আজ। দিনটি উদযাপন করবে তার গানের সতীর্থ ও ভক্তরা। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘সঞ্জীব উৎসব’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একাদশবারের মতো হবে এ উৎসব।

বিকেল ৪টায় শুরু হওয়া এ উৎসবে গান গাইবেন- লিমন, লাবিক কামাল গৌরব, জয় শাহরিয়ার, আরমীন মুসা, বাংলা ফাইভ, সন্ধি, সালেকীন, শুভ্র, রিয়াদ হাসান, সাহস মোস্তাফিজ, সুহৃদ স্বাগত, দুর্গ, কোলস্লো, অর্ঘ্য, রাফসান, লিসান, পলাশ, পিজু ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ।

এ আয়োজনে সার্বিক সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি ও আজব কারখানা।

‘আমি তোমাকেই বলে দেব’, ‘তোমার ভাঁজ খোলো’, ‘চাঁদের জন্য গান’, ‘স্বপ্নবাজি’,‘গাড়ি চলে না’, ‘বায়োস্কোপ’, এ রকম কালজয়ী গানের জন্য জনপ্রিয় হয়ে উঠেন সঞ্জীব চৌধুরী। তিনি ছিলেন জনপ্রিয় ব্যান্ড ‘দলছুট’এর অন্যতম প্রতিষ্ঠাতা। দলছুটের চারটি অ্যালবামে কাজ করার পাশাপাশি অনেক গান রচনা ও সুর দিয়েছেন তিনি।

১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন এই শিল্পী। ২০০৭ সালের ১৯ নভেম্বর তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

সূত্র: ইত্তেফাক