সাজ সকালে হাওয়ায় দোলে সোনা ধানের ছড়ি। আজ হেমন্তে শুভ্র প্রাতে শিশির কণা ধরি। দূর আকাশে কুয়াশ ভাসে এলো শীতের বুড়ি। হিম বাতাসে সূর্য হাসে ডানা মেলে উড়ি। মাঠ ফসলে খুশির ছলে কৃষক মুখে হাসি। ভোর বিহানে উঠোন কোণে। ভাপা ধানে চাষী।