আত্নারথআত্নজন

আত্নারথআত্নজন

মায়ের মতোন এতখানি যত্ন নিয়ে
কেউ খুলেনি মাথার জট চুল।
বাবার মতোন এতটা স্নেহ আদরে
ধরিয়ে দেয়নি জীবনের ভুল।
ভাইয়ের মতোন এতটা শাসন করে
কেউ শিখাইনি পথে চলতে।
বোনের মতোন এতই উৎসাহ দিয়ে
পারেনি গগনচুম্বী ছোঁয়াতে।
শিক্ষককের মতোন এত শিষ্ট হয়ে
কেউ বলেনি চেষ্টায় তুষ্ট হতে।
বন্ধুর মতোন এতোটা কাঁধ হেলিয়ে
বিপদে আগে পাশে দাঁড়াতে।
সহপাঠীর মতোন এত সরল হৃদয়ে
কেউ বলেনি অনর্গল বলতে।
ছোটদের মতোন এতো হেসেখেলে
সবকিছু নিমিষেই জিততে।
গুনীজনের মতোন এত বটগাছ হয়ে
কেউ বলেনি সম্মানে ঝুঁকতে।
সঙ্গীর মতোন এত মনোবল ফিরিয়ে
মৃত্যু যন্ত্রণায় আঁকড়ে ধরতে