আত্ম-অহংকার – নূর এ সিকতা

 

এখনো অভিমানে জমে যাচ্ছে প্রেম;
বুকের খাঁচায় আটকানো স্বপ্ন গুলোও মৃত প্রায়,
লাশ পোড়া গন্ধের মতো বিদঘুটে জীবনে
সুগন্ধি নেই ভাল রাখার;
পাল্টে গেছে সময়! সবাই ব্যস্ত যে যার মতন
নয়ত অহমিকার চাদরে মোড়ানো রোবট।
রোজ রাতেই বালিশ ভেজে কপোল ছাপিয়ে
পড়া নোনা জলে;
তবুও-রাত্রি জাগা প্রহর গুলো আশায় কাটে,
শুধু,
আত্ম-অহংকারে নিজের কাছে হেরে যাই আমরা।