আনিতা – মুকুল চৌধুরী

আনিতা,আমি অন্ধ হতে চাই
ভুল যেতে চাই,তোমার দু’চোখ,
কারণ,আমি দেখতে চাই না
তোমার কান্না ভেজা দু’নয়ন।

কারণ ঐ টাই হয়ত তোমাকে আমার শেষ দর্শন,
এটার আছে হয়ত অন্য কোনো কারণ,
সেটা হলো,তোমার ঐ
মিষ্টি কণ্ঠটা আমি ভুলে যেতে চাই।

জানো আনিতা? এখন তোমার কাজল বিহীন চোখ,
জ্যোৎস্না বিহীন রাতের মতন।
এই বুকের মধ্যে বসত করেও রইলে তুমি পর,
কাছে আছো-তুমি,তবু এতই দূরত্ব।