
মেহেরপুর জেলার গাংনী উপজেলার মটমুড়া গ্রামের সন্তান মো: তোহা বিন আছাদ দ্বীপ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে গৌরবান্বিত করেছেন। সম্প্রতি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত World Innovation Competition & Exhibition (WICE) 2025-এ তিনি ও তার দল স্বর্ণপদক অর্জন করেছেন।
এই আসরে বিশ্বের ২৫টিরও বেশি দেশ থেকে প্রায় ১৫০০-এর বেশি প্রতিযোগী ও প্রকল্প অংশ নেয়। তোহার দল তাদের উদ্ভাবনী প্রকল্প “HEXAGUARD ROVER” নিয়ে IT & Robotics Category-তে প্রতিযোগিতা করে এবং স্বর্ণপদক জিতে নেয়।
বর্তমানে তোহা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত। তবে তার সবচেয়ে বড় পরিচয়—তিনি মেহেরপুর জেলার গর্বিত প্রতিনিধি, যিনি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন।
তোহা জানান, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আর্থিক সংকট। বিশ্ববিদ্যালয় থেকে কোনো সহায়তা না পাওয়া এবং পরবর্তীতে জেলা প্রশাসন থেকেও আবেদন নাকচ হয়ে যাওয়া তাদের জন্য বড় প্রতিবন্ধকতা ছিল। তবুও পরিবারের অকৃত্রিম সমর্থন, টিমমেট জাহিদ হাসান জিহাদের নিরলস পরিশ্রম এবং সংগঠন Green Peoples Bangladesh ও শুভাকাঙ্ক্ষীদের মানসিক অনুপ্রেরণায় তারা সফল হয়েছেন।
তোহা আরও বলেন, “বাংলাদেশের পতাকা হাতে দাঁড়িয়ে যখন ঘোষণা করা হলো আমরা স্বর্ণপদক পেয়েছি, তখন মনে হয়েছিল এটাই জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত। এ অর্জন শুধু একটি পদক নয়; বরং মেহেরপুর জেলার মেধাবী তরুণদের উদ্ভাবনী শক্তিকে বিশ্বমঞ্চে তুলে ধরার এক উজ্জ্বল উদাহরণ। তার বিশ্বাস, এ সাফল্য আগামী দিনে বাংলাদেশের তরুণদের আরও অনুপ্রাণিত করবে।
তিনি তরুণদের উদ্দেশ্যে তোহা বলেন—“স্বপ্ন দেখো, কঠোর পরিশ্রম করো এবং কখনো হাল ছেড়ো না। সুযোগ সবসময় সহজে আসে না, তবে দৃঢ় মনোবল আর অবিরাম চেষ্টা একদিন অবশ্যই সাফল্য এনে দেয়। আর সবকিছুর ওপরে মহান আল্লাহর প্রতি আস্থা রাখো।”
তার পরিবার এ সাফল্যে আনন্দে আপ্লুত হয়। বাবা মো: আসাদুজ্জামান (বিদ্যুৎ) জানান, “আমার ছেলে শুধু আমাদের পরিবারের নয়, মেহেরপুর জেলার গর্ব।”
মেহেরপুর জেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা যেন ভবিষ্যতে তার উদ্ভাবনী কার্যক্রম ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পাশে দাঁড়ান এ আশা করেনে তোহা ও তার পরিবারের সদস্যরা। তাদের বিশ্বাস, সবার সম্মিলিত সহযোগিতা পেলে তোহা আরও বড় অর্জন এনে মেহেরপুর তথা বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারবেন।
HEXAGUARD ROVER কী?
প্রকল্পটি মূলত একটি উদ্ভাবনী রোবোটিক সিস্টেম, যা দুর্যোগকালীন উদ্ধার কাজ, নজরদারি ও দুর্গম এলাকায় নিরাপত্তা কার্যক্রমে সহায়তা করতে সক্ষম। এর উদ্দেশ্য হলো প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষের জীবন রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা।