আবারও তাহেরের কলা চাষে দূর্বৃত্তের হামলা

মেহেরপুর তাহের ক্লিনিকের পিছনের মাঠে কলা চাষি আবু তাহের দুর্বৃত্তদের কারণে হতাশ হয়ে পড়েছেন। মাস যেতে না যেতে আবারও দুই বিঘা জমির বাকি পাঁচশত কলা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। যার ব্যবসায়িক মূল্য এক লক্ষ পঁচিশ হাজার টাকা।

শুক্রবার দিবাগত রাতে মৃত আব্দার আলীর ছেলে আবু তাহেরের দুই বিঘা জমির বাকি পাঁচশত কলা কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

কলা চাষি আবু তাহের জানান, প্রতিদিনের ন্যায় শনিবার সকালে কলাবাগান দেখতে মাঠে যাই। গিয়ে দেখি দুই বিঘা জমির বাকি পাঁচশত কলা গাছের কলা ছিন্ন ভিন্ন ভাবে পড়ে আছে জমিতে।

গতমাসেও আমার এই একই জমিতে নয় শত কলা কেটে দিয়েছিলো আজ আবার ও দিয়েছে সব মিলিয়ে আমি এখন পথে বসে গেছি।

এই করোনা মহামারীতে যেটুকু সম্বল ছিল সব শেষ হয়ে গেছে। তিনি আরো বলেন, সার ব্যবসায়ীদের কাছে ঋণ করে সার নিয়ে একটু লাভের আশায় কলা চাষ করেছিলাম। কিন্তু এখন কি করে টাকা পরিশোধ করবো। এখন তো বাকি কলাও রইলো না সব মিলিয়ে এখন আমি সর্বস্বান্ত হয়ে পড়েছি।

এ ব্যাপারে মহেরপুর সদর থানার এস আই মোস্তাফিজ জানান, কলা কাটার বিষয় টি নিয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এটা নিয়ে তদন্ত করা হবে।