প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ১১:০০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৪, ১২:২১ অপরাহ্ণ
আবেদ কাকা

লুটছে টাকা আবেদ কাকা
গড়ছে বাড়ি গাড়ি,
মাথায় টুপি ধরছে চুপি
কাউকে নাহি ছাড়ি।
আবেদ কাকা ঘুরায় চাকা
সাথে ছিলো কারা,
থাকে বেহুশ নিতে যে ঘুস
আবেদ এর স্যার যারা।
মিথ্যে দিয়ে ভেঙে হিয়ে
কী লাভ হলো তবে,
সব বলে যায় করে হায় হায়
ক্যামনে এমন হবে?
জানতো কাকা হবে বাঁকা
পড়বে একদিন ধরা,
সবাই ব্যস্ত করতে ন্যস্ত
আবেদ জিন্দা মরা।
আহারে দেশ করছে সব শেষ
আবেদের স্যার গুলো,
আবেদ জেলে সব কিছু ফেলে
বসে খাবে মুলো।
© ২০২৫ মেহেরপুর প্রতিদিন। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।