আব্দুল গাফফার চৌধুরী এবং একটি অসত্য সংবাদ

হঠাৎ করেই সংবাদ মাধ্যম আর
সামাজিক যোগাযোগ মাধ্যমে
দুঃসংবাদ, হাহাকার-
আপনি আব্দুল গাফফার চৌধুরী আর নেই,
চলে গেছেন অচেনা অনন্তে না ফেরার দেশে।
শোকের উচ্ছাসে বাতাস ভারি,ঘোলাটে ভোর-
কতরকম শোকবার্তায় বিপন্ন পত্রিকার পাতা।
এমন অদ্ভুত খবরের সত্যতা যাচাই করতে
বেরিয়ে পড়লাম আপনার বিস্তৃত বিচরণ পথে-
প্রথমেই গেলাম বায়ান্নর বটতলায়,
দেখলাম শহীদের রক্তে রাঙানো রাজপথে
শ্লোগান মুখরিত আপনার মুখে
অশ্রু আর আগুনের অলৌকিক তীব্র স্ফুরণ।
আরও কিছুদূর আপনার পিছনে পিছনে-
কেমন দেবদূতের মত পরিবর্তিত হয়ে গেলেন।
সফেদ পাজামা-পাঞ্জাবি, নগ্ন চরণ,হাতে ফুল,
সাথে সহস্র মানুষ, আপনার কণ্ঠ ছিঁড়ে কান্না-
সঞ্চারিত হচ্ছে সকলের কণ্ঠে করুণ-কঠিন,
“আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি—-“
ছাপান্ন-ছেষট্টিতে দেখলাম মহান মুজিবের সাথে
মুক্তির মিছিলে আপনার মুষ্টিবদ্ধ উত্তোলিত হাত।
বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে
বাংলাদেশের মানচিত্রের প্রতিটি বিন্দুতে আন্দোলিত।
একাত্তরে দেখা হলো পদ্মা মেঘনা যমুনার ঠিকানায়,
দেখা হলো বাংলাদেশে বাঙালির আঙিনায়,
আমাদের পরিচয় এঁকে চলেছেন যুক্তির তুলিতে।
বাংলার ফুল-পাখি-প্রজাপতি-নদী-
ফসলের সবুজ তারুণ্যের ঢেউ, রাঙামাটি,
আমাদের ইতিহাস-ঐতিহ্য, সম্ভাবনাময় ভবিষ্যৎ,
এবং অসাম্প্রদায়িক বাঙালি চেতনার চরাচরে
দেখা হলো আপনার সাথে।
নিশ্চিত করে বললেন, দেখা হবে বার বার বাংলায়,
দেখা হবে বাঙালির অন্তরে-
আপনার চলে যাওয়া- না থাকার অসত্য সংবাদ
আর কোথাও লেখা না হোক।