আমঝুপিতে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈ-মাসিক সভা  

আমঝুপিতে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈ-মাসিক সভা  

‘‘সবারজন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরা, ঝরে পড়া রোধ ও কমিউনিটির অংশ গ্রহনে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ নানাভাবে কর্মসূচী গ্রহন ও বাস্তবায়ন করছে”। তার ধারাবাহিকতায় শনিবার সকাল ১০টার দিকে মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর হলরুমে কমিউনিটি এডুকেশন ওয়াচগ্রুপের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়।

গনসাক্ষরতা অভিযানের সহায়তায় মানব উন্নয়ন কেন্দ্র মউক এ কর্মসূচী বাস্তবায়ন করছে।

কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে মেহেরপুরের প্রাথমিক শিক্ষায় বর্তমান সার্বিক অবস্থা বিশ্লেষণ করে মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম “তিনি ঝরে পড়া রোধে এস.এম.সি, পিটিএ ও স্লীপ কমিটির কার্যক্রম, কমিউনিটির অংশ গ্রহন সহ শিক্ষায় বিনিয়োগও শিশু বান্ধব শিক্ষা নিয়ে নানা কর্মসূচী তুলে ধরেন”।

এসময় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া, জেলা প্রোগ্রাম ম্যানেজার সাদ আহাম্মদ, প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মোছাঃ কাজল রেখা ।

অনুষ্ঠানে আমদহ ও আমঝুপি ইউনিয়নের সদস্যগণ উপস্থিত ছিলেন। পরিচালনার স্বার্বিক দায়িত্বে ছিলেন কমিউনিটি এডুকেশন ওয়াচ কার্যক্রমের সহকারী প্রোগ্রাম অফিসার মোঃ আশিক বিল্লাহ এবং মোছাঃ চাঁদ তারা সূর্য।