
সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শনিবার সকাল ১০টায় আমঝুপির মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর হলরুমে “সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ” বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মানব উন্নয়ন কেন্দ্র (মউক) ও গণসাক্ষরতা অভিযান যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। মউক এর নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিমের সভাপতিত্বে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রহিম, এবং আমঝুপি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম।
এছাড়া সভায় কমিটির অন্যান্য সদস্য, স্থানীয় শিক্ষক, ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় মেহেরপুর জেলার, বিশেষ করে গ্রামীণ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, ঝরে পড়া রোধ, এবং প্রাথমিক শিক্ষায় স্বদায়বদ্ধতার ভিত্তিতে গণঅংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ গৃহীত ও বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগ, তাদের সার্বিক অগ্রগতি ও চ্যালেঞ্জ, এবং এসডিজি অর্জনে ভবিষ্যৎ করণীয় বিষয়ে তথ্য উপস্থাপন ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষকরা তাদের পেশাগত সীমাবদ্ধতা, সরকারি সুযোগ-সুবিধায় বৈষম্য এবং বাজেট বরাদ্দের অসামঞ্জস্যতা সম্পর্কে অভিযোগ করেন। তবে এ ক্ষেত্রে মউক-এর দীর্ঘ এক যুগ ধরে গুণগত শিক্ষা নিশ্চিতকরণে অবদানের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়।
সাদ আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই ফলপ্রসূ আলোচনায় আরও উপস্থিত ছিলেন মউক-এর প্রোগ্রাম ম্যানেজার কাজল রেখা, সহকারী প্রোগ্রাম অফিসার আশিক বিল্লাহ ও চাঁদতারা সূর্য।