আমন্ত্রণ – আখতারুজ্জামান আশা

শহরবাসী স্বজন তোমরা
এসো আমার বাড়িতে,
গাঁয়ের শোভা দেখতে পাবে
খেজুর গাছের সারিতে।

খেজুর গাছের মাথায় দেখবে
মাটির হাঁড়ি ঝোলানো,
গাছের পাশে গেলেই রসের
ঘ্রাণ পাবে মনভোলানো।

হিমকুয়াশায় সূর্য ওঠে
আমরা দেখি দেরিতে,
কোন মহাজন রাখেন বেঁধে
সূর্যটাকে বেড়িতে!

শিশিরকণার পরশ পেতে
আসতে হবে গাঁয়েতে,
দূর্বাঘাসের কোমল ছোঁয়া
হাঁটতে লাগে পায়েতে।

শীতের দিনে জামাই-ঝিয়ে
ভীষণ খুশি পিঠাতে,
শহরবাসী চলে এসো
এই শীতে সাধ মিটাতে।

ভাপা, চিতই, কুশলি, পাকন
পিঠার নানা ধরণে,
রসনাটা তৃপ্ত হবে
থাকবে এ স্বাদ স্মরণে।