
ঢাকাস্থ “আমরা আলমডাঙ্গার সন্তান” সংস্থার পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ২৫০টি শীতবস্ত্র (কম্বল) আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারের কাছে এসব কম্বল প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডা. মনজুরুল ইসলাম বেলু, ডা. ওবায়দুল্লাহ, সুইট এগ্রোভেট লিমিটেডের পরিচালক রফিকুল হুদা, নজরুল ইসলাম, শেখ মনজুরুল ইসলাম রঞ্জু, রফিকুল হক বাবলুসহ অন্যান্যরা।
কম্বল প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, প্রচণ্ড শীতে সাধারণ মানুষ যেন কষ্ট না পায়, সে চিন্তা থেকেই গভীর রাতে ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করেছি। সমাজের অসহায় মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব।
এই সহায়তা কার্যক্রমের মাধ্যমে আমরা সর্বোচ্চ সংখ্যক শীতার্ত মানুষের কাছে পৌঁছাতে চাই।
এ সময় ঢাকাস্থ “আমরা আলমডাঙ্গার সন্তান” সংস্থার পক্ষ থেকে মীর আব্দুল মতিন চৌধুরী, খন্দকার রায়হান আসলাম ও আব্দুল্লাহ আল মামুন সোহেল শীতার্ত মানুষের জন্য কম্বল দিয়ে প্রশাসনকে সহযোগিতা করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার তাঁদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।