আমার টিয়া পাখি – মুহাম্মদ শামসুল আরেফীন

ওরে আমার টিয়া পাখি
রাগ করো না তুমি,
আদর করে কাছে এসে
দিবো তোমায় চুমি।

কথা বলো আমার সনে
যা যা তুমি পারো,
তোমার মনের ইচ্ছা টুকু
বলে যেয়ে আরো।

সখের টিয়া রাগ করেছে
মনটা করলো কালো,
ওগো পাখি বলো আমায়
কেমনে থাকবে ভালো।

টিয়া পাখি হঠাৎ করে
গেলো একদিন মরে,
দিবানিশি থাকতাম পাশে
কষ্ট দিতাম ত্বরে।

ক্ষমা করো ওরে আমায়
দিয়েছি কত ব্যথা,
মিষ্টি কথা বলতে আমায়
যেমন যথা তথা।